Tuesday, November 27, 2018

স্বপ্নভরা মন

সপ্নভরা মন এম এ মাসুদ রানা পশ্চিম আকাশে সূর্য অস্তে চাঁদ উঠলো রাতে, চারদিকে অন্ধকার করে, পৃথিবী আবার নতুন সাজে । অন্ধকার রাতে জেগে ওঠে, নিশাচর প্রাণীগুলো খেলা করে, আকাশে লুকিয়ে থাকা লক্ষ কোটি তারকারাজি নাহি কবু নড়ে। শন-শন বাতাস আসে শীতল করে দেহ ও মন, এক পশলা বৃষ্টি আসে ঐ মনের আকাশে যখন । স্মৃতির পাতায় দাগ এঁকে কত অজানা স্মৃতি, সময় যখন ভাবিয়ে তুলে, মনের গপন নীতি ।। তারপরও মানুষ বাঁচে আশা ভরে বুকে, নতুন সূর্য উদয় হবে , আধার ফুরাবে কবে। রচনাকাল ২৮/১১/২০১৭

No comments: