Saturday, July 21, 2018

জীবন


_____ জীবন______
এম এ মাসুদ রানা





বেচে আছি,
বাচার জন্য বেচে আছি,
খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি,
আর কি?
ভুলেইগেছি
কিভাবে ভালোবাসতে হয়?
আমি তা একেবারেই ভুলে গেছি।
তোমার হাতের স্পর্শ
এখন আর মনে জাগে না,
জাগে না কোন ছন্দ।
তোমার বুকে যে আগুন দেখেছিলাম
এখন আর সে আগুনে পুড়ে
 মরার লোভ হয় না আমার।
বেচে আছি,
মৃত্যুর জন্য বেচে আছি।

No comments: