________নিরাশ এই মন________
______এম এ মাসুদ রানা ________
ভালবাসার তো নেই কোন সময়
ব্যস্ত ও কাজে কাটে এই জীবন
বুকে হাত বেধে রাখা যায় না আর
ঘাড় বাকা করে দাড়ানোর নেই সময়
ঘামের জলে শীতল হয় এ গা
প্রখর রৌদ্দুরে বড়ই ক্লান্ত আমও
কাছেও পাই না কোন কিছু
কিভাবে মিটাম হৃদয়- রৌদ্দুর।
কাজের মাঝে কেটে যায় বেলা অবেলা
ব্যাকুল করে মন কাজের কোলাহলে,
তৃষ্ণায় বড় ক্লান্ত এই প্রাণ
জল টেনে পান করার নই কোন সময়
আমার নদী বয় না আমার পাশে
নেই তার কোন স্রোতের,
আটকে রাখে শুধু সংসারে
আটকা মনে বাধা দেয় সময় অসময়।
ফিরবো কখন তোমার পানে
বন্দী যে, আছে আমার দুটি চোখ,
বাধা দেয় যত সমজের যত বাসনা
যত বাধা যত কথা সবে মোর নিরাশ।
______এম এ মাসুদ রানা ________
ভালবাসার তো নেই কোন সময়
ব্যস্ত ও কাজে কাটে এই জীবন
বুকে হাত বেধে রাখা যায় না আর
ঘাড় বাকা করে দাড়ানোর নেই সময়
ঘামের জলে শীতল হয় এ গা
প্রখর রৌদ্দুরে বড়ই ক্লান্ত আমও
কাছেও পাই না কোন কিছু
কিভাবে মিটাম হৃদয়- রৌদ্দুর।
কাজের মাঝে কেটে যায় বেলা অবেলা
ব্যাকুল করে মন কাজের কোলাহলে,
তৃষ্ণায় বড় ক্লান্ত এই প্রাণ
জল টেনে পান করার নই কোন সময়
আমার নদী বয় না আমার পাশে
নেই তার কোন স্রোতের,
আটকে রাখে শুধু সংসারে
আটকা মনে বাধা দেয় সময় অসময়।
ফিরবো কখন তোমার পানে
বন্দী যে, আছে আমার দুটি চোখ,
বাধা দেয় যত সমজের যত বাসনা
যত বাধা যত কথা সবে মোর নিরাশ।
No comments:
Post a Comment