Saturday, February 2, 2019

অহংকার

______ অহংকার
___ এম এ মাসুদ রানা

কত হাক কত ডাক
চেঁচামিচি করে দিনরাত,
মনের মাঝে পুশে রাখে
যাতনা বাসনা যারযার
কি করে বড় হবো?
এই ভাবনা যে করি অহর্নিশ।

কিছু মানুষ ভাবেনা নিজে
নিজের ভাবেনার কথা তার
অর্থ ধন সম্পদ চাই না গরিতে
শূন্য ঘর শূন্য ভাবে রহিতে চাই।

অর্থ প্রাচুর্য নিয়ে করেতেছে
আপন মনে গড়িবার সাধ
চারি দিকে করে ডাকাডাকি
কতই নামের হাঁক।

ক্ষুধার জালায় পরে থাকে
কান্না মেশানো কতই না মুখ
করে না তো তাদের খবর
আসে না তো কাছে যাচিতে
আছে কি তাদের কোন সাধ?

চলে যেতে হবে অচিন দেশে
সবে কিছু ফেলে রেখে,
কেন যে পরে আছি মিছে
অর্থ আর অহংকারে।

No comments: