Tuesday, March 12, 2019

মিছে ভাবনা

____ মিছে ভাবনা___
__এম এ মাসুদ রানা__

যখন তুমি কাছে ছিলে,
যখন তুমি পাশে ছিলে,
যখন তুমি আশার বানী শুনানে,
যখন তুমি খেলেছিলে লুকোচুরি।

আর বলেছিলে ভালোবাসি
তোমাকে ভালোবাসি।
তুমি একবার বল না ভালোবাসি
আমিতো তোমাকে ভালোবাসি
তোমারই পাশে আছি এবং থাকবো।

আমি যাচি নাই কোন কথা
বলি নাই বাসি ভালো তোমাকে,
তোমাকে নিয়ে ছিলনা কোন বাসনা
কনিনাই কোন জল্পনা ও কল্পনা,
বসি না ভালো তোমায়
বলেছি এই মুখে,
ফিরিয়ে দিয়েছি আমি ব্যথা দিয়ে বুকে।

তব কেন, তুমি চলে যাওয়া
আমর চাঁদ ডোবা ডোবা মনে হয়।
তোমাকে যাচিতে মন চায়
তুমি এখনো আমায় ভালোবাসো
আগের মত এখনো আমায় মনে রাখো।

No comments: