Saturday, March 9, 2019

অব্যক্ত কথা

অব্যক্ত কথা
এম এ মাসুদ
রানা


তুমি সুখী হলে,
এই আমি দূরে রবো
ভেবোনা না মিছে বিরহে
 চিরদিন দু:খ পাব,
তোমার স্মৃতি ভেবে ভেবে।
হৃদয় কত না রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারনে শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে  আর দেখব না।

No comments: