এম এ মাসুদ রানা
ধর্ম যার যার উৎসব যেন সবার
এই কথাটা মানি না তো আমি
কেন আমায় নিয়ে করো টানাটানি?
তোমাদের চলন বলনও মানি না আমি।
আমি বলি শুনো,
ধর্ম আমার উৎসব আমার
তোমার বৈশাখ আমার নয়!
যেমন করে আমার সালাত
আমার জুমাহ তোমার নয়!
উৎসব মানেই নয়তো হাসি
উৎসব মানে হয় ইবাদত!
উৎসবে হয় নেকি,বদি
বুঝে শুনে আগাও পথ!
কুরান হাদীস জীবনের বিধান
একটু খুলে দেখবেন ভাই!
বৈশাখী সাজ প্রসাদ খাওয়া
হারাম জানা শিখরে ভাই!
No comments:
Post a Comment