Saturday, April 27, 2019

তরুণের গান

____তরুণের গান___

 __এম এ মাসুদ রানা__


জেগে উঠো তরুন সমাজ
অলসতা আর করো না
  আলসতার সময় শেষ,
শেষ হয়ে যাচ্ছে  আজ
  তোমার আমার বাংলাদেশ।
---
তোমরা যদি তরুণ সমাজ
 থাকো সবাই মৃয়মান
পানি ছাড়া শুকনো মোহনা
  না তুলে কোন শব্দ
না থাকে কোন জলজ প্রাণ।
---
বাংলাদেশ হারাবে তখনি
 যখনি যুব সমাজ হবে দূর্বল
দেশকে করো সবেমিলে ভক্তি
   হয়ে যাও সবল ও সতেজ
সাহস ও শক্তি আনো মনে
তরুন ছাড়া থাকবে না এদেশের প্রাণ।
--

No comments: