Sunday, April 14, 2019

নববর্ষ

     
নববর্ষ 

এম এ মাসুদ রানা


দিনপঞ্জির শেষের শেষ পাতাটা
বলল আমায় ব্যথায় এসেছে বুকে,
একটা বছর পেরিয়ে গেল
শত দুঃখ কষ্টের মাঝে।

এবার এলো দেখ নতুন বছর
বিচিত্র সুখের সাজে,
দূঃখ সব বিলিন হবে
একত্রে মিলিত হবো নতুন নতুন রূপে।

আমার দেওয়া শিক্ষাগুলো
যতন করে রেখ,
চলার পথে রঙ লাগিয়ে
ভীষণ ভালো থেকো।

No comments: