অপেক্ষা
অপেক্ষা
এম এ মাসুদ রানা
কীসের আশায়, কীসের নেশায়?
কার জন্য আপেক্ষায় আছি?
ক্ষণে ক্ষণে ফেলি দীর্ঘশ্বাস ।
আপেক্ষা যে, আপেক্ষা নয়,
বিষ পান করার মতই স্বাদ।
কথা ছিলো আসবে
আসতেও চেয়েছিলে
আসার জন্য মিনতিও ছিল।
করুণ সুরে বলেছিলে আসবে,
আসতেই হবে তোমাকে।
কেন করলে তুমি মিছে আয়োজন?
আয়োজন সাজেলে তোমার মত করে
আমার অপেক্ষায় থাকবে তুমি
বলেছিলে কেঁদে কেঁদে।
কথা ছিল অপেক্ষায় থাকবে
সেটা না করে অপেক্ষায় রাখলে।
No comments:
Post a Comment