Monday, August 26, 2019

শবে বরাত

     শবে বরাত

   এম এ মাসুদ রানা 


ছলছল জলধারা
তোলপাল করে তোলে
তল পড়ে আজ!
টলটলে অশ্রু জলে
মুখরিত হবে যে, রাত
কিছু আশায় তুলবো যে, হাত।

অবনত শীর করবো তো নত
ধীর হয়ে ধীর হয়ে কথা হবে কত।
পাপের প্রাচীর মুছবো আজ
চৌচির হবে গুনার যত খাতা
মাথার উপর রবে না গুনার ছাতা
মন খুলে বলবো পুণ্যের কথা।

ঘুচে দাও, মুছে দাও
আছে যতশত পাপের দাগ
প্রাণবাঁশি পাক ফিরে
স্বর্গে আছে যত সুখ
মিটে যাক মনের যত দুখ। 

দূর হতে যতসব জীবনের
আছে যত কালো রাত!
এসেছে ক্ষমার রাত্রী
শবে-ই বরাত!

কলম

           কলম 

  এম এ মাসুদ রানা


কলম চলে বজ্রকঠিন
শব্দ দিয়ে বারুদ পরে
কাপুরুষদের ঠিকানা নড়ে
গ্রেনেড বোমা ছুড়ে মারে।

কলম চলে গোপন পথে
আঁধার রাতে থাকে সাথে!
নির্বিচারে পারুল মরে
অমানুষের গহীন বনে,
হচ্ছে কথা ক্ষণে ক্ষণে
নুসরাত কি রবে বনে।

কলম চলে দেশব্যাপী
লাশের বন্যায় ভাসাভাসি।
ধর্ষণ করে যে, মা বোনেরে
বেঁচে থাকা কি আর সাজে,
মরণ সুর হৃদয়ে বাজে।
মরণ জালা মনে নিয়ে
অপেক্ষায় থাকে দিনে রাতে।

Sunday, August 25, 2019

মনের আয়েশ

    মনের আয়েশ  

    এম এ মাসুদ রানা 


একা তোমার সাথে
হবে কি কোনদিন দেখ?
তোমাকে দেখার আশায়
 বেঁধেছি আমি বাসা।

মিছে করে দিওনা
আমার মনের আশা
মিছে হলে আমার আশা
ভেঙ্গে যাবে সাজানো বাসা।

শুনেছি সবাই বলে
মন ভাঙ্গলে নাকি মসজিদ ভেঙ্গে যায়
ভেঙ্গো না ভেঙ্গো না আমার মন
তুমি ছাড়া বাঁচবেনা আমার জীবন।


বিনয়

         বিনয় 

   এম এ মাসুদ রানা


ব্যবহারে কর জয়
তোমরা মানুষের মন!
পরাজিত হলে ভেবনা
এটাতেই তোমার মরন,
মরনকে সরণ করে
ফেল অশ্রু জল!
তখনি পাবে অশ্রুর ফল।

বিনয়ের অফুরান বানী
কর সর্বক্ষণে টানাটানি
কেউ হরন করলে হবে না মানামানি।
মনের মাঝে শক্তি রেখে
করবে তুমি বিনয়ের বিনিময়
বিনয় বিনিময়ে হবে নাতো ক্ষয়।
পৃথিবীও ঋণী হয় বিনয়ের কাছে
পণ করবো মোরা বিনয়ী হওয়ার আয়েশে।

অমোঘ প্রীতি

  অমোঘ প্রীতি 

 এম এ মাসুদ রানা 


তোমার কথায় ফুল ফোটে
      আঁধার রাতে জ্যোছনা ,
        হৃদয় মাঝে কাননে কাননে
           নীরবে নীরবে কূজন গোপনে
                     মধুর মিলনে মোহনা।

তোমার ভাবনায় সুর আসে
    অঙ্গে অঙ্গে নতুন বাসনা
         মন বিতানে মঞ্জুরিতে
             গানে গানে রাগের ঝংকার
                      অমোঘ প্রীতি টানে।

তোমার সঙ্গে সুখ তরঙ্গ
        চৈত্র ফাগুনে পলাশ ,
           উপত্যকার শীতল বাতাস
               জুড়িয়ে মনের উষ্ণ হতাস
                      প্রাণে শ্বাস প্রশ্বাস ।

Wednesday, August 21, 2019

শেষ কথা

 শেষ কথা

এম এ মাসুদ রানা 

তোমার শেষ চিঠিতে
ভালো আছিস, ভালো থাকিস
তোমার নমুনা প্রণয় বিনয়
সত্যি কি দারুণ অভিনয় করেছো? 

তুমি পারো বটে,
ছাড়িয়ে গেছিস অনেক আগেই
সত্য-মিথ্যা, অদল-বদল, যখন-তখন।
তুমি কার, কে তোমার?
জানো কি তুই নিজে?
অবাক হই তোমাকে দেখে দেখে
বিনাশ হই আমি ভেতরে ভেতরে।

থাক!
তুমি থাকো তোমার মাঝে,
আমি নেই আর তোমার কাছে
সাজতে চাইনা আর কোন নতুন সাজে।

তুমি সুখী হও দূর দেশে 
ডের বেশি সুখে।
আমি বেদনায় কাতুর রবো দূরে 
কখনো আসবো না তোমার নড়ে।

Monday, August 19, 2019

কাশ্মীর বলছি

  কাশ্মীর বলছি 

এম এ মাসুদ রানা 


হে মুসলিম শোন,
মন দিয়ে সব শোন!
তোমাদের কেন এতো ভাব?
ভার আছে শান্তির যে, অভাব।
তোমরা সবাই হর্ষে রবে!
আমার এই বেদন দেখে।

গ্রেনেড বোমায় চূর্ণ হয়ে
আমরা না হয় বিবর্ণ হয়!
জরন মরন যন্ত্রের ফলে
আমায় নিচ্ছে মৃত্যু কোলে!
এই পৃথিবীর মাস্তি আমেজ
ফূর্তি থেকেও বঞ্চিত র‌ই!
সর্বদাই বিনয়ীভাবে তোমাদের কই।

আমার লাশের গন্ধ থেকে
তোমরা ফেল তৃপ্তির ঢেকুর!
আমার গায়ের রক্ত দেখেও
তামশা দেখ দাঁড়িয়ে দূর!
বাজায় বাঁশি করুন সুরে
তবুও তোমরা থাকো দূরে।

তোমরা থাকো আমাদের তরে
ভরসা করি তোমাদের পরে।
বিপদ এলে পাশে রবে
মনের কথা খুলে কবে।
সব যাতনা ভুলিয়ে দিবে
ভাই বলে বুকে টেনে নিবে।
এটাই হবে বড় চাওয়া
এর চেয়ে বেশি কিছু যায় না পাওয়া।

Sunday, August 18, 2019

অন্ধ আইন

       অন্ধ আইন 

    এম এ মাসুদ রানা 


অন্ধ আইনের, বদ্ধ কথা
বলবো কি যে, আর?
আঠারো বছর হয়নি ছলে,
মেয়ের বিয়ে বন্দ বলে।
স্বর্গ সুখ খোজার জন্য
মজনু জন্য ছোটে তার
খুঁজে খুঁজে  দিশেহারা,
চলে না কেউ মজনু ছাড়া
যতই থাকুক কড়া পাহাড়ায়।

একুশ বছর হয়নি বলে
ছেলের বিয়ে বন্দ,
লিভটুগেদার আছে বলে
করে নাতো কেউ গালমন্দ।
কথায় কথায় বলে শুধু
গান, গল্প, আর ছন্দ।

সৎ পথে যে করে গমন
তার  চলার পথ হবেই তো বন্ধ,
চোখ থাকিতে  তাকে বলি অন্ধ।
অসৎ কাজ রুখার মতো
বায়না করে শত শত।
অসৎ কাজের বেলায়
আইন চলে কথায় কথায়।
হবে না কোন বাদ বিচার
আইন হয়ে যায় অন্ধ
বিবেকের কথা বন্দ।

Wednesday, August 14, 2019

কুরবানী

       কুরবানী

    এম এ মাসুদ রানা 


কুরবানী হোক আল্লার জন্য
লোক দেখানো নয়,
আল্লাহর জন্য কুরবানীতে
আল্লাহ  তুষ্ট হয়।
আল্লাহর হুকুমে কুরবানী দিলে
আল্লাহর তাকওয়া লাভ হয়।

সুদ ঘুষের আর কালো টাকাই
যতই করি না কুরবানী,
থাকুক না কত আহাজারি।
লাভ হবে না কোন কিছু
আল্লাহর হুকুম যদি না মানি।

সৎপথে ঐ কামাই করে
কিনবো কুরবানীর পশু
হোক না যতই ছোট,
প্রতিদান তো দিবেন আল্লাহ
দিবে না কোন লোকে। 


সুখের সন্ধানে

     সুখের সন্ধানে

      মোঃ মাসুদ রানা


বয়সের সূর্য ঠিক মাথার উপরে,তবু
ক্লীষ্টতার ছোঁয়া ষোড়শী যুবতীর মতো
 টকবক করে আহনীর্শ,
হঠাৎ মাচরাঙ্গা রুপ নিয়ে
ঝপ করে ঝাপ দেয় সুখ।

দাঁত ভাঙ্গা দান নিয়ে ফিরে এলে ঘর
হঠাৎ দ্যাখে কালোমেঘে এলোকেশী ঝড়
ছুটে আর ছুটে ঝড়ে খেলো না-কি ঘর?
হেথা গিয়ে দেখি কে আপন পর?

চারদিকে ওরা সব সুখ ন্যায় দ্যাখে
পুবের গগনে উঠেছে কি সূূর্য না-কি ডুবেছে?
প্রিয়তমা মোর ছেড়া আঁচলে ছেড়া
কণে মুছে জোড়া চোখ,
অবশেষে ঘুরে ফেঁড়ে দ্যাখে মোরে
নিস্তন্ধ, নিথর এইবুঝি সুখ।