Sunday, August 25, 2019

মনের আয়েশ

    মনের আয়েশ  

    এম এ মাসুদ রানা 


একা তোমার সাথে
হবে কি কোনদিন দেখ?
তোমাকে দেখার আশায়
 বেঁধেছি আমি বাসা।

মিছে করে দিওনা
আমার মনের আশা
মিছে হলে আমার আশা
ভেঙ্গে যাবে সাজানো বাসা।

শুনেছি সবাই বলে
মন ভাঙ্গলে নাকি মসজিদ ভেঙ্গে যায়
ভেঙ্গো না ভেঙ্গো না আমার মন
তুমি ছাড়া বাঁচবেনা আমার জীবন।


No comments: