Monday, August 26, 2019

শবে বরাত

     শবে বরাত

   এম এ মাসুদ রানা 


ছলছল জলধারা
তোলপাল করে তোলে
তল পড়ে আজ!
টলটলে অশ্রু জলে
মুখরিত হবে যে, রাত
কিছু আশায় তুলবো যে, হাত।

অবনত শীর করবো তো নত
ধীর হয়ে ধীর হয়ে কথা হবে কত।
পাপের প্রাচীর মুছবো আজ
চৌচির হবে গুনার যত খাতা
মাথার উপর রবে না গুনার ছাতা
মন খুলে বলবো পুণ্যের কথা।

ঘুচে দাও, মুছে দাও
আছে যতশত পাপের দাগ
প্রাণবাঁশি পাক ফিরে
স্বর্গে আছে যত সুখ
মিটে যাক মনের যত দুখ। 

দূর হতে যতসব জীবনের
আছে যত কালো রাত!
এসেছে ক্ষমার রাত্রী
শবে-ই বরাত!

No comments: