Tuesday, September 10, 2019

দম

________  দম  _______
__ এম এ মাসুদ রানা __ 


দেহের খবর বলি শোন।
উত্তর দিকে আছে বেশী
দক্ষিণেতে আছে কম।
দেহের খবর না জানিলে
মৈত্রতত্ত্ব কিসে মেলে
অরুণ ভীতু সিয়া সীস-শ্রেত
দশদিকে এই চারি কোণ।
আগে খুঁজে ধর তারে
নাসিকাতে চলে ফেরে
নাভি পদ্মের মূল দূয়ারে
উঠে বসে সর্বক্ষণ।
সারা জাহানের মানুষ
যে জানে সে হয় বেহুস
মাসুদ বলে, থাক রে বেহুস
আদ্য জাহান তার আসন।



No comments: