Sunday, October 27, 2019

তমি আর ফিরবে না

তুমি আর ফিরবে না

    এম এ মাসুদ রানা 


আমি জানি!
তুমি কখনো ফিরবে না
আমার এই স্বপ্ন সাঁজানো নীড়ে
থাকবে তুমি শত মানুষের ভীড়ে।
ধরবে না আমার দুটি হাত
তবু চাই, সুখি হও, তুমি সুখী হও,
তোমার মনের মতো নীড়ে।

আমি জানি!
প্রতিক্ষার প্রহর শেষে হবার নয়
ফুটবে না ঊষার আলো পূর্ব গগণে
তবু আছি তোমার অপেক্ষায় বিহনে।
আসবে না সূর্য প্রভাত আমার লগ্নে
তোমাকে দেখি যে আমি শয়নে-স্বপনে।

No comments: