Monday, March 25, 2019

বার্তা

__________ বার্তা ___________
®®® এম এ মাসুদ রানা ®®®

বলবো না গো কোনদিন
আমার বার্তাটা পড়,
বলছিলে তো পড়বে
আজ কেন গো এমন হলো।

বার্তা দেওয়া যদি হয় অপরাধ
তা নিয়ে করবো না কোন প্রতিবাদ
তোমায় বার্তা দিয়ে যে ,
পেলাম আঘাত সে আঘাতে
সে আঘাতে জ্বেলে দিবস রাত।

পরিশেষে বলি ,
শুধু একবার, শুধু একবার
দ্যাখ আমার বার্তাটা।
বার্তা না দেখলে
বিফল হবে এই শুভ বার্তা।

No comments: