Sunday, October 13, 2019

রঙ্গিন আয়না

  রঙ্গিন আয়না 

 এম এ মাসুদ রানা

আমি তোমাকে ভালবেসে
এতটাই অন্ধ ছিলাম যে,
ভালো মন্দের করিনি বিচার।
তুমি বিশ্বাসঘাতকতা করবে
এমনটা করবে কখনো ভাবিনি
আমি হব মিথ্যে প্রেমের শিকার।

ধন্য তুমি, ধন্য তুমি, তোমাকে ধন্যবাদ
বিশ্বাস করা কোন নয় অপরাধ,
বিশ্বাস করে পেলাম আঘাত অপবাদ
মিটে গেছে আমার ভালোবাসার স্বাদ।

ভুল করেছি, ভুল বুঝেছি
ভুলের মাশুল দিচ্ছি আজি।
তাই তো এসেছি তার কাছাকাছি
দু'চোখে অশ্রু নিয়ে বেঁচে আছি মিছামিছি।

No comments: