________ গজব __________
___ এম এ মাসুদ রানা ____
আল্লাহ দিচ্ছে যতই গজব
আমরা কামায় করি আজাব।
সকাল-সন্ধ্যা পাপ করি
অযু করে নামায় পড়ি।
সৃষ্টি তোমার তামাম জাহান
শ্রেষ্ঠ তোমার মানব জাত
গজব দিয়ে করতেছ কাত
তবু্ও তারা হয় না ভাজ।
আর দিওনা এই জমিনে
করোনা নামক গজবের আঘাত
এবার তো মোরা হয়েছি কাত
তাওবা হয়ে হবো ভাজ।
শুনছি আসছে আবার পংকপাল
এটার না"কি আরেক ঝাল?
ক্ষেতে ফসল করবে না"কি বেসামাল?
তাই হয়েছি সবাই তাল বেতাল।
আর করবো না কাফেরি কাজ
এবার তো মোদের হয়েছে লাজ
মুনাফেকি কাজ দিবো বাদ
করবো মোরা সৎ কাজ।
No comments:
Post a Comment