Tuesday, June 30, 2020

মন পাখি

                 মন পাখি
           এম এ মাসুদ রানা 

মন পাখি তোর কি মন খারাপ? 
মন পাখি তবে কি অভিমানী নারী?
একটুখানি অভিমানে-
তোর চোখে দু'টি জল চলে আসে! 

নদী কিংবা সমুদ্র!
সে তো যেমন শ্রাবণের অবিরাম ঢল।
 তবে কি আদুরে হও কারো বউ?
অল্প'তে চোখ করো ছলছল! 

একটু হাওয়াতেই হারিয়ে যাও-
অন্য কোন অজানা পাণে....
মন পাখি কি তবে নতুন মৌনতায় —
নতুন বধূ সাজতে চাও?

বিলাসীতার উচ্চ আকাঙ্খায় 
ধরেছো কি এমন বায়না?
ভাবের মধ্যে বোঝাতে চাও 
মুখে তো কিছুই বল না।

No comments: