Sunday, June 7, 2020

সুন্দরী কন্যা

÷÷÷÷ সুন্দরী কন্যা ÷÷÷÷
÷÷ এম এ মাসুদ রানা ÷÷

 সুন্দরী কন্যা, 
তুমি এসো মনের গভীরে 
সাঁজিয়ে দিতে এই মন। 
সাঁজাতে করো না কৃপাণতা,
সাজতে চাই যখন তখন। 

 সুন্দরী কন্যা 
তাকাও, একবার আমার পানে, 
বলতে চাই কানাকানি।
আবার হবে কিছু কথা
তোমার সাথে নয়নে নয়নে।

 সুন্দরী কন্যা,
আমায় একটু ভালোবাসা দাও
তোমার নিখুঁত পরশে।
আমার কাছে এসে বসো
স্বপ্ন আছে তোমার যত সবই কশো। 

 সুন্দরী কন্যা ,
আমার নামটি লেখ
তোমার মনের ডাইরিতে।
আমার ছবিটা আঁক 
তোমার মনের রং তুলি দিয়ে।

 সুন্দরী কন্যা,
আমার কথা ভাবো? 
একা একা নিরালায় বসে।
তোমার মন আমায় যদি খুঁজে?
খুঁজে পাও, তাহলে তো প্রেম বুঝো।

No comments: