Saturday, August 1, 2020

বর্ষা

                    বর্ষা
          এম এ মাসুদ রানা 

হে বর্ষা, 
তুমি এসেছো নতুন সাঁজে
তাই তো মোর মনে কিছু কথা আসে।
কি দারুণ ছন্দে ডাকে মোর বন্দে
অনেক পাখির ছানা ডাকে মধুর কণ্ঠে। 

হে বর্ষা, 
তুমি এসেছো বলেই তো
জল করে তাই  থৈ থৈ
জেলে মাঝি করে হৈ হৈ।
হাঁস ছানা খেলা করে
মনের সুখে আহার ধরে। 
শিরি শির বৃষ্টি, শনশন শব্দ 
করেছো সবাইকে জব্দ। 

হে বর্ষা, 
তুমি এসেছো তাই তো,
ক্ষণে ক্ষণে মেঘ ডাকে
এই এলো বুঝি বৃষ্টি
একত্রে বসে থাকার সৃষ্টি 
বৃষ্টির দিকে থাকে সবার দৃষ্টি। 
বর্ষার দিনগুলি লাগে খুব মিষ্টি
আমন রোপনে কৃষকের দৃষ্টি। 

হে বর্ষা 
তোমার আগমনে তো
বিলে-ঝিলে ফোটে শাপলা পদ্ম
তাই কবিগণ লিখে গদ্য আর পদ্য
অভিনয় করবে তাই সেজেছে ছদ্ম। 
কি দারুণ তোর নতুন সাঁজ! 
ঝনঝন করে বাঁজে বৃষ্টির বাঁজ।
খেলে সবাই আপন খেলা
মাঠের মাঝে কাটে কৃষকের বেলা।

No comments: