Wednesday, September 30, 2020

বাঁচার অধিকার

বাঁচার অধিকার 
এম এ  মাসুদ রানা 

ধর্ষকদের হয় না সাজা
তারা মনান্দে চলে,
এম.পি, মন্ত্রী, নেতা সবাই 
প্রতিরোধের কথা বলে।

চলতো যদি ন্যায়ের শাসন
ধর্ষক পেতো সাজা,
ধর্ষণ করে পার পেত না
মন্ত্রী কিংবা নেতা।

দুঃখ হলেও সত্য এটাই
ন্যায়বিচার মিলে না
তোমার হয়ে কথা বলে
পকেট ভরে দিলে যা।

এইটাই হলো বাস্তবতা
চলছে এমন ভাবে
যাদের আছে টাকার গরম
মানুষ তারাই তবে!

এমনি করে চলবে কত্তো 
এমন নির্মম অবিচার, 
স্বাধীন বাংলায় নাই কি মোদের
বেঁচে থাকার অধিকার।

No comments: