Wednesday, September 30, 2020

বন্ধু

বন্ধু
এম এ মাসুদ রানা

বন্ধু হলো সুখের বাসা
খোদার সেরা দান
বন্ধু হলো আপন স্বজন
সবাই বলে জান।

কঠিন সময়ে পাশে থেকে
জোগায় মনে বল
আমি আছি তোমার সাথে
সামনে এবার চলো।

সত্যিকারের বন্ধু সে হয় 
দুঃখে পাশে থাকে
ভরসা দেয় কিছু হলে 
আমায় সাথে রেখে।

বন্ধু ছাড়া জীবন বৃথা 
বন্ধু গড়ে নাও
মনের মত বন্ধু পেতে
খোদার দয়া চাও।

No comments: