Saturday, April 10, 2021

ফুল ফটেছে

 ফুল ফুটেছে

এম এ  মাসুদ রানা 


ফুল ফুটেছে সুরভী ঢেলেছে

মুগ্ধ হয়েছে সবে,

প্রিয়া প্রিয় বলে আসবে কবে।


যা কিছু ছিলো তো সবি দিয়েছি

দিবসের শেষে বেলাতে,

তুমি করেছো পার কোন হেলাতে?


আমি এভাবেই চাই ঝরে যেতে

তোমায় সবি দিয়ে,

আমি থাকবো শুধু বেদনা নিয়ে। 


যেদিন, 

আমি আর আসবো না ফিরে

তোমার সাজানো নীড়ে, 

সাজানো পথে হাঁটবে ধীরে। 


সেদিন, 

আমি শুকনো ফুলের  মালা হয়ে 

মিলে যাবো ধুলোপথে,

তুমি থাকবে সজ্জিত এক রথে।

No comments: