ছন্দ
এম এ মাসুদ রানা
ছন্দে ছন্দে জীবন চালাই
ছন্দে নিয়ে খেলা,
ছন্দে ছন্দে কাব্য লিখি
সকাল সন্ধ্যা বেলা।
ছন্দে হাসা, ছন্দে কাঁদা
ছন্দে বলি কথা,
ছন্দে যাদুয় ছড়িয়ে দিবো
আমার ভালোবাসা।
ছন্দে ছন্দেই শুরু হয়েছিলো
ভালো বাসা-বাসি
ছন্দের ছন্দে শুরু হয়েছিল
কাছে আসা আসি।
ছন্দে তোমায় চাই গো"প্রিয়া,
ছন্দের সুধা ভরী!
ছন্দে দিয়ে এই জীবন গাঁথা
ছন্দ জন্যে মরি।
No comments:
Post a Comment