Monday, April 5, 2021

স্মৃতির দোহন

স্মৃতির দোহন 

এম এ  মাসুদ রানা 


একজন মানুষ,

আগুনে আর কতটুকু পুড়ে

সীমাবদ্ধ কার ক্ষয়, 

বিনাশ সীমিত হয় শরীর জুড়ে।


মন পুড়ে মনের দহনে

মন পুরার মত আর তো নয়, 

মানুষের মনে জ্বলে যে,

প্রজ্বলিত অগ্নিকে করা যাবে জয়।


দেখেছি তো সবাই 

আগুনের সোনালী লেলিহান শিখা

আগুন পুড়ালে তবু কিছু রাখে

মন দিয়ে থাকার নাই কোনই দিশা।


কিছুই বা থাকে,

হোক না তা ধূসর শ্যামল রং ছাই

মনের দহনে যদি পুড়ে

জমা থাকার মতো আর কিছুই নাই।


মন পুড়ালে কিছুই রহে না,

কিছুই থাকে না জমা,

বিরান ভূমি হয়ে যায়

কেহ করে না কাওকে ক্ষমা।


রচনাকাল ০৬/০৪/২০২১

No comments: