Sunday, June 20, 2021

তুমি কি চাও

তুমি কি চাও
এম এ মাসুদ রানা

হারাবো না কোন দিন,
তুমি যদি থাকো কাছে
দূর্গম পথ পাড়ি দিবো,
তুমি যদি থাকো পাশে।

স্বপ্নগুলো সত্যি হবে,
তোমার চাওয়ার উপর
স্বপ্ন পূরণ করতে হরদমে
আমি করি শুধু ধরফর।

হৃদয়টা ভেঙ্গে যাবে,
তুমি যদি ভুলে যাও
এতো ভালোবাসার পর
তুমি আবার কি চাও।

20/06/2019

No comments: