Tuesday, July 20, 2021

দূঃখ

 দূঃখ 

এম এ মাসুদ রানা 


আকাশ ভরা দুঃখ

 সাগর ভরা ঢেউ,

এত কষ্ট জমা বুকে

দেখে নাতো কেউ।

দুঃখ দিয়ে স্বপ্ন বুনি

কষ্ট দিয়ে আঁকি,

স্বপ্ন ভেঙ্গে যায় যখন

আমি চেয়ে থাকি।

No comments: