Friday, July 30, 2021

রেখো না মনে

রেখো না মনে
এম এ মাসুদ রানা

মুক্ত করে দিলাম তোমাকে
কষ্ট করে ভুলে যেও আমাকে।

পারো যদি দুরে চলে যাও
তুমি সুখ খুঁজে নিয়ে নাও।

আমিও চলে যাবো অনেক দূরে
দিবো না আমার বেদনা ছুড়ে।

ভালোবাসি কথাটি বলবো না
বলবো না আর কাছে আয়।

তুমি সুখে থাকো নতুন নীড়ে
আসিস না ফিরে আমার ভীড়ে।

সুখে থেকো, ভালো থেকো,
আমায় মনে নাই বা রাখো।

No comments: