Monday, July 26, 2021

আমি অনেক দূরে

 আমি অনেক দূরে

এম এ মাসুদ রানা 


আমার সাথে করবে না সাক্ষাৎ 

মনের মাঝে জমা আছে রাগ 

কিছু কিছু কথা মনে থেকে যাক

হাজারো ক্ষোভ এমনি মুক্তি পাক।


আমার সাথে কথা ছিলো বলার, 

দিয়েছো তুমি সুন্দর করে কবর।

আমার পানে আসবে না  নজর

মনের মাঝে থাকবে না কোন কদর।


তুমি তো বলেছিলে তুমি নিরবধি, 

আসলে তুমি হলে তো আগন্তুক।

তোমার সাথে থাকা যায় কি বলো,

এক যুগের পর আর এক যুগ। 


তুমি তোমার তরে আসো এই পানে

অনেকেই এই কথা ভালোভাবে জানে

গেয়েছো তোমার লেখা গানে গানে

আমি এসেছি কি ভেসে কোন বানে।


তোমার চোখের ভাষা মুখের কথা

বলে হরদমে বলতে থাকো যথাতথা

লেখেছে বলে তোমার মনের ব্যথা

তুমি থাকতে চাও বলো একা একা।


তুমি দিয়েছো আমায় কার তরে কবর 

আমিও করবো না তোমার দিকে নজর।

সুখে থাকো ভালো থাকো তোমার তরে

কবর দিয়ে তুমি আমায় রেখেছো দূরে। 

রচনাকালঃ ২৬/০৭/২০২১

No comments: