তুমি ফিরে এসো
এম এ মাসুদ রানা
তুমি কাছে ছিলে যখন
তোমার পূর্নতা বুঝিনি তখন।
তোমার অনুপস্থিতিতে
আমি বুঝেছি তোমার মর্ম।
তুমি হীনা বড় লাগে একা একা
শুধু তোমায় করতে চাই দেখা,
বলতে চাই মনের অনেক কথা
তাই হৃদয়ে আজ অনেক ব্যথা।
তুমি তো যাওনি আমায় ছেড়ে!
তবুও কেন মনে হয় আছো দূরে?
কেন শূন্যতায় এতো হৃদয় পুরে?
রাখোনি কি আমায় হৃদয় জুড়ে?
তোমার অপেক্ষায় রয়েছি পরে
এই বুঝি এলে, আমার দ্বারে।
কোথায় এবং কার কাছে যাবো?
অবুঝ হৃদয়টাকে বুঝাতে পারবে।
আমি পারবো না ছাড়তে তোমায়,
পারবো না রাখতে দূরে তোমায়।
তুমি অল্প সময়ে আসো ফিরে।
আমায় পাবেনা নচেৎ তোমার নীড়ে।
রচনাকালঃ ২২/০৯/২০২১
No comments:
Post a Comment