Monday, February 10, 2020

ব্যবধান


_________ ব্যবধন __________
____ এম এ  মাসুদ রানা ______

অন্য দেশের যুবকরা যখন
জয় করতে চায় অজানা কিছু।
দেশের জন্য জীবন দিয়ে রয়েছে রাজি
পরাজয় মনে না তারাই জন্য জীবন বাজি।

ঠিক তখনি আমার দেশের যুব সমাজ
ধর্ষনকে করেছে প্রধান কাজ ।
তাদের দেখে হয় না, এদের লাজ
করতে চাই না কোন ভাল কাজ।

অন্য দেশের যুব সমাজ শিখে
উন্নত হবে কিসে এটাই তারা লিখে।
শক্তিধর কেমনে হবে তার
এটার জন্য দিচ্ছে সবাই সাঁড়া।

আমার দেশের ছেলেকে মা-বাপে বলে
প্রতারক হতে হবে ছলে বা কৌশলে।
ভন্ড বাবার ভন্ডামি চলছে রমরমি
শীতে যেমন ধরে মানুষের কনকনি।

অন্য দেশে নেতা ব্যর্থ হলে
নিজ দায়িত্ব নিজেই  ছাড়ে।
জোড় করে নেয় না ক্ষমতা কাড়ে
এতে তো তাদের শুনাম বাড়ে।

আমার দেশে অসৎ লোকে নেতা হয়
কথায় কথায় দেয় মরণের ভয়।
জনগণের মনকে করতে চাই না জয়
এরই ফলে বারে বার হচ্ছি তো পরাজয়।

Saturday, January 25, 2020

শঠতার জিন্দেগী

___ শঠতার জিন্দেগী
___ এম এ মাসুদ রানা

অহংকারে ওঠে নাতো
প্রতিবাদীর প্রতিবাদী ঝড়।
জং ধরেছে ঈমানের ঘরে
গোড়া করছে নড়বড়।

সচেতন সমাজে আজ
হচ্ছে মরণের শিকার।
লাঞ্ছনা আর বঞ্চনাকে
সম্মুখে করছে বরণ।

কলমের ডগা ফেটে কাঁদে
নিরব নিথর হয়ে।
অভিসাপ পুষে রাখেছে
গোপনে বুকের ভিতর।

অপমানে কাঁপে নাতো
কারো পবিত্র মন।
শঠতার জীন্দেগী আজ
করেছি সাদরে গ্রহণ।


Wednesday, January 15, 2020

কোথায় তুমি

___________ কোথায় তুমি

************* এম এ মাসুদ রানা 


                   কোথায় তুমি
ফাগুন আসার কথা শুনে ফুটে যদি ফুল
রাত আসার কথা শুনে জ্যোৎস্না যদি হাসে
জ্যোৎস্না ছাড়া আঁধার রাতে যদি কাঁদে।
কষ্ট হোক না কেন সুখ আসে ফাঁকে ফাঁকে!

                    কোথায় তুমি
সাগরের পথ ধরে নদীর স্রোতে হয় ভয়
মিলনও বাসনার তরে সব বাধা ডিঙ্গে।
নিবে না তো কিছুই কেউ  ছিনিয়ে
হয়তো সবকিছুই মন থেকে মানিয়ে।

                    কোথায় তুমি
তুমি আসো না আমার বসন্তীর শুভক্ষণে
আসো না আমার অনুভুতি জাগানো মনে।
নীল আকাশ পানে আছো অনেক দূরে
মেঘের ভেলা পাল তুলে রখেছে তোমায় মুরে।

                    কোথায় তুমি
আমার প্রতি নেই কি তোমার মনের টান,
বিঁধেনি কি তোমার মনে আমার প্রেমবাণ
এক রথীও দিলেনা এই প্রেমের মান
কথায় কথায় মার শুধু পিছু টান।

                    কোথায় তুমি
স্বপ্নের চরে তুমি স্বপ্নচারিতা হলে না।
যেমন করে কোকিল নীড় বাঁধে না।
ভালবেসে নিরবে তোমার কাছে ডাকোনা,
সবসময় ভালবাসার নামে করো বাহানা।

হে মাধুরী

__________ হে মাধুরী 
******* এম এ মাসুদ রানা
হে মাধুরী
তোমাকে দেখেছি গভীর কোন রাতে
ফুল নয়, তারাও নয় এর চেয়ে বেশি
ভরেছিলে হৃদয়ে, বসেছিলে কাছাকাছি
তোমার কথায় ছিলনা কিছু মিছামিছি।

হে মাধুরী,
তোমায় দেখেছি জোৎস্না ভরা রাতের
রেখেছিলেতো হাত দুটো এই কাঁধে
ঐ কথামালা এখনো এই হৃদয়ে বাঁধে
চন্দ্র যেনো হার মেনেছিল তোমার সাঁজে।

হে মাধুরী,
তুমি যেনো শান্ত নদীর অশান্ত ঢেউ
মাঝে মাঝে দেখেছেতো কেউ না কেউ।
পাখির গানে মনের টানে
তোমাকে খুজে পাইনি নদীর ভরা বানে।

হে মাধুরী,
তুমি ছিলে অবারিত সবুজের মাঠে,
যত দেখেছি ততই অভিভূত হয়েছি।
মেটেনি এই পোড়া মনের সাধ
তাই তো দিয়েছো তোমার মনে বাঁধ।

হে মাধুরী,
তুমি ছুয়ে যাও আমায় শুধু একবার
তোমাকে পাবার তৃষ্টায় হচ্ছি যে ছারখার।
এক'বার ছুয়ে যাও তৃষ্ণাতূর হৃদয়
তুমি না এলে যন্ত্রণা করবে আমায় জয়।

Monday, January 6, 2020

তোমার প্রতিক্ষায় ছিলাম


 তোমার  প্রতিক্ষায় ছিলাম

     এম এ মাসুদ  রানা 


নয়নের দৃষ্টিতে যে,
করেছিল অবাধ বিচরন,
যার ভাবনায় ছিলাম সারাক্ষণ
জাগেতো মনের ভিতরে শিহরন।

সেতো তুমি স্বপ্নে স্বপ্নের জাগণ
নিত্য দিনে প্রতিক্ষাকে করেছো হরণ।
একবার দেখা হবে, একবার কথা হবে
তুমি আসবে, তুমি কাছে বসবে
পথে দাড়িয়ে থাকবে,
অল্প অল্প কল্পনাতে কথা বলবে।

দেখার নেশায় কাটবে মনের বিভোর
তুমিতো ছিলে ভাল লাগা মন পাখি
মনের মাঝে পোষা শংঙ্খ চিল।
উড়ে গিয়ে থাকো কোন অন্য এক বিলে
হঠাৎ করে হারিয়ে যাও আকাশের নীলে।

চলে যাবে যদি, তবে চলে যাও, 
বাসনার আঙ্গিনা ছেড়ে চলে যাও।
অন্য আর কারো সাজানো ভূবনে,
পারব না দেখতে, পারবো না সইতে 
তোমার এই চলে যাওয়া।

কেন যে, হলো না তোমাকে পাওয়া
চলে যাবে বলে ছেড়েছি নাওয়া, খাওয়া। 
এতে যদি হয় মরন, তবে হোক অবেলায় 
মরন হবে তো,  বড্ডো একটা খেলায়
থাকবো না আর, তোমার জন্য নিরালায়।

Saturday, December 28, 2019

প্রেমানন্দ

********** প্রেমানন্দ 
--------- এম এ মাসুদ রানা 

হাসির মাঝে ভালবাসা খুজে পাই
পেয়ে সবকিছুই তো ভুলে যাই,
এই তো থামানোর যন্ত্র নাই। 
বেসুরা সুরে শুধু গায় আর গায়
এরই মাঝে ভালবাসার ঘ্রাণ পাই।

কত যে কথা, কত যে ভাষা
মনের মাঝে বাঁধে যে, বাসা,
স্বপ্নের তুলিতে স্বপ্ন সাঁজায়
তারই মাঝে প্রেমের নীড় বাঁধা
সবই প্রেমের সুরে প্রেমমাল গাথা।

কুয়াশা ঢাকা এই সকাল সাঁঝে
স্বপ্নের কথাগুলো হৃদয়ে বাজে,
স্বপ্ননে ঘুরে আসি স্বপ্নের দেশ
দূরে নিরালাতে বসবো বেশ
কথার মাঝে চলবো কথার পেচ
এই কথার হবে না শেষ।

কিনে দিবো তোরে পুঁতির মালা 
পড়িয়ে দিবো তোকে যতনে গলে,
পড়িয়ে নিবে তুই মান্দার ছলে
মোর বুকে প্রেম জ্বালা জ্বলে বলে
তাই তো প্রেমানন্দ নিয়েছি কোলে।


Thursday, December 26, 2019

বিফল বাসনা

 বিফল বাসনা 
এম এ মাসুদ রানা 

আমি পাইনি খুজে তোমায় কোন কূলে
হেমন্তের শিশির ভেজা ফুলে ফুলে।
তুমি এসেছিল না'কি সেই হৈমন্তী রথে
হাল্কা কুয়াশা মাখা ছিলে তো বটে। 

তুমি এসেছিলে না'কি যমুনার স্রোতের অনুকূলে?
উত্তাল-পাতাল ঢেউয়ে ফেপে ফুলে। 
এসেছিল না'কি কাগজের নৌকায় চড়ে?
তোমায় পাইনি খুজে যমুনার কোন চরে।

তুমি একেছিলাম না'কি অনুভবে অনুভূতি নিয়ে?
বেলা শেষে ফিরে যাবে ভালোবাসা দিয়ে,
অথবা রঙধনুর সাত রঙে নিবো চেয়ে
মনে যতটা আছে পাওয়ার যাবো পেয়ে।

হলো না চাওয়া, হলো না পাওয়া,
হবে কি করে আর নাওয়া, খাওয়া? 
ভাঙ্গা মন রাতে শুধু কাঁদে আর শুধু কাঁদে
কষ্ট ভরা প্রতি প্রহের ফাঁকে ফাঁকে। 
তুমি এসেছিল না'কি নয়নের জলে?
দিয়ে গেলে তুমি নিরাশাকে কোলে!


Tuesday, November 19, 2019

ভালবাসায় সাড়া দাও

 ভালবাসায় সাড়া দাও

  এম এ মাসুদ রানা 


আমি বলি অনন্ত বিরহ, কখনো দহন কাল
সবার জীবনে বুনতে চাই জাল!
আমার শূন্য দৃষ্টি এক সমুদ্র নোনা জলে ভাসে
এক রূপকথার গল্প বলে নীববে কাঁদে।

হে প্রিয়তমা!
তোমার মনোকাশটা আমায় দেবে শুনি?
দিলে কি ক্ষতি হবে এটাও একটু জানি?
না দিলেও ক্ষতি নেই আমার।
আমার এই জীবন শুধুই বিরান ভূমি
উপযাচক হয়ে করতে এসো না খুশি।
মুঠো ভরে একমুঠো দিয়ো গো আশ্বাস
তৃষ্ণাত্তুর হৃদয়ে সেটাই করবো বিশ্বাস।

সেই আশ্বাসে পাই যেন অতীতের ফেলে আশা বিশ্বাস
হলুদ পাতার সবুজ দৃষ্টিতে নিবো নিঃশ্বাস।
নতুন চরে উড়ে আসা সাদা বকের সারি
সাদা কাশফুল হাওয়াতে করবে নড়ানড়ি।

আমার একটা সমুদ্র চাই
যেখানে আশ্বাসের ভালবাসা নাই।
দু'এক ফোঁটা বৃষ্টিতে, একটা সমুদ্র ভিজে
সমুদ্রের সাথে পাল্লা দিয়ে কেউ কি জিতে?
সবাই ছুটে আসে, তার গায়ে কিছু জলে ভিজে নিতে।

আকাশ জুড়ে যখন কালো মেঘের ঘনঘটা করে
তার ভয়ে কি সমুদ্র কখনো কি নড়ে?
সময়ের বিবর্তনে অন্ধকারে ঢাকা শুকতারা,
আবার সূর্য ডোবার পর একই স্থানে ধ্রুবতারা,
কেউ উদয় হয় না, তাদের নিজেস্ব স্থান ছাড়া
তুমিও দাও, আমার ভালবাসায় সাড়া।

Tuesday, November 12, 2019

বিচিত্র মানুষ

               বিচিত্র মানুষ 

                 এম এ মাসুদ রানা 

````````````````````````````````````````````````````````
নৈঃশব্দ্য শব্দটি খুব শদা
মানুষ সংক্ষিপ্ত ধ্বনি চায় অর্থ খোঁজে খুব বেশি
অর্থে খোঁজ না পেলেও করে তারা চেচামেচি
বিভিন্ন কারণে চলে আসে কাছাকাছি
ছলনা ও ললসা পেতে কথা বলে মিছামিছি।

বড়ই বিচিত্র কামনা-বাসনা থাকে মানুষের
স্বভাবও দ্রুত জমা বদলায়। দুর্বৃত্ত বাতাসে
উড়ে যায় পূর্ণিমার অদৃশ্য গহীন শাদা জোৎন্সায়
বিষাদের গ্রীবার জ্বলে ওঠে শোকের স্তবক অখণ্ড বিষাদ।

রঙ্গিন মেঘের গাঢ় রঙিন রোদেলাবিকাল মৃত
রজনীর উঠোনে উজ্বল মেঘের শাদা ধ্বনি, গূঢ়
বেদনার নিঃশব্দ অশ্রু ঝরে অলক্ষে কোথাও
ঝরা অশ্রু হবে কি আবার বৃথা?

মানুষের পকেটে নেই নক্ষত্র, মেঘভর্তি ব্রিফকেস হাঁটে
সুন্দর আঙুলগুলো দিনরাত অন্ধকার লেখে
শর্টহ্যান্ডে লেখে অপ্রতিরোধ্য বিষাদ দীর্ঘশ্বাস
পায়না তো জীবনে বাঁচাবার উচ্ছাস।

তবুও আমাদের প্রতিটি সকাল  অপেক্ষায় থাকে
মানুষের জন্যে সুখের পাখির জন্যে
সুখ পাখি পেয়ে হবে তো সবাই ধন্য
সুখ পাখি করবে কি আমাদের গণ্য?
বাজারে হবে আবার সবে কি কেনা বেচার পণ্য?
আমাদের বাঁচার জন্য পায়না অন্য।

অমর একুশ

             অমর একুশ 

               এম এ মাসুদ রানা 

বিষাদের করুণ ধুলোর নেইতো আর শেষ!
কষ্টদল আকাশে উড়াল দিয়েছে হাওয়া হাওয়া,
বায়ু প্রবাহের প্রত্যাশায়, বাঁধন ছেঁড়া বল্গাহরিণ হাওয়ায়,
দেয় ছুট জন্মে-জন্মে চেনা সবুজ জমিনে!

শোক নই তাই!  মুঠোভর্তি গাঁদাফুল নিয়েছি হাতে
হয়েছে কৃষ্ণচূড়া লাল, প্রদীপ্ত যৌবনের -ঘ্রাণ!
শোকের প্রভাতী মিছিলের নগ্নপদধ্বনি বেজে ওঠে আজ
নবতর দৃপ্ত মূর্ছনায়! উছলে উথলে ওঠে আলোর বকুল!

কে তারে বাঁধতে পারে ফের শৃঙ্খল-পিঞ্জিরায়
শহীদের স্মৃতিতে ছুটেছে দিকবিদিক,  বিশ্বময় ব্যাপ্ত আজ
একুশের অমেয় সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙানো.....
বিশ্বের পতাকা জুড়ে পৎপৎ ওড়ে শহীদের স্মৃতি বিশ্বময়!

উঠুক জেগে ফুলের সৌরভে ফসলের ঘ্রাণ!
মুখেমুখে নাচুক আলোর মুগ্ধ ব্যাকুলতা!
দূর হোক ক্ষুধা-ক্লান্তি-জ্বরা অন্তহীনতা!
বাংলাদেশ হাসুক খিলখিলি প্রাণবন্ত হাসি অমলিন
তাই চাই খোদা!
এইটুকু চাই!
শান্তি হোক শহীদের রক্তাক্ত আত্মার।

আমি ফিরছি

        আমি ফিরছি 

          এম এ মাসুদ রানা 


অন্ধকার ধূলিপথের বাঁকে বাঁকে ঘুরে ঘুরে
বেদনা বিধ্বস্ত একা একা ফিরছি......
তুমি কী জেগে আছো আমার অপেক্ষায়?
আমি রাত জেগে সবকিছু আগের মত সাজায়।

ঐ যে স্বপ্ন ঘুড়ির স্বপ্ন আঁকা দিন
ঐ যে রূপালি নদীর স্রোত, শৈশবের দুরন্ত সাঁতার
মনে পড়ে না  কী তোমার?
দীর্ঘ জলের দুর্দান্ত গল্প, মনে কী আছে তোমার?
ফিরছি, আমি আর থাকবো না একা একা,
ফিরছি, আমি তোমার কাছে ফিরছি!

অন্ধকার ধূলিপথের শহর নগর
লাবণ্যের সবুজ গল্পরা হারিয়ে গেছে
প্রযুক্তির লাল সন্ত্রাসের থাবায়!
বেঁচে আছি শুরু আমি তোমার আশায়।

ঐ যে রঙ বেরঙ্গের পাখি ডাকা সকাল
ঐ যে প্রাক বিদ্যালয়ের  বৃক্ষ বন্ধুরাজি
ডাকছে, ডাকছে, খুবই বেশি ডাকছে আমায়
কল্পের কল্পনাতে মনে পড়ছে তোমায়

তুমি কী জেগে আছো আমার অপেক্ষায়?
আমি, একা একা বেদনা বিধ্বস্ত ফিরছি!
আমি ফিরছি, আমি ফিরছি বুকভরা আশা নিয়ে
তুমি নিয়ো গো, নিয়ো আমায় মানিয়ে।

Friday, November 8, 2019

বিরহের সুর

        বিরহের সুর 

        এম এ মাসুদ রানা 


হাত বাড়িয়ে রাখি অন্ধকার রাতে
ঘোমটা দিয়ে ডাকা তোমার মুখ,
নিজেকে লুকিয়ে রেখে পা-ও কী সুখ?
ভুলেও যদি পড়ে মোর কথা মনে ;
খুজবে আমায় অন্ধকার ঘরের কনে।
বিরহের সুরে গাইবে স্বপ্নের গান
গানের মাঝে খুঁজে পাবে ভালবাসার মান।

বাস্তবে আবেগ নিয়ে ভুলতে চাই তোমাকে
জোনাকির মতো তারা নেভে আর জ্বলে
পাই না খুঁজে আমি তোমার সুঘ্রাণের সুর।
এই রিক্ত হাত দূ"টি হৃদয়ের কোলে
পাবো না"কি তোমায় কোন কৌশলে?
শূন্যতার হাহাকার নিয়ও তুমি আমলে।

তারার শত প্রদীপ জ্বলে আকাশের গায়
সেই পানে চেয়ে জল ঝরে হয়েছি যায় ম্লান।
মনে হয় আসবে ফিরে নুপূর পরা দু'পায়ে
অপেক্ষায় বাড়িয়ে রাখিবো রিক্ত  হাত।
প্রেম নাই, সুখ নাই গেছো তুমি উড়ে,
 খুঁজি আর খুঁজি তোমায়, বিরহের সুরে।

Wednesday, November 6, 2019

অভিমানী কন্যা

      অভিমানী কন্যা 

         এম এ মাসুদ রানা 

````````````````````````````````````````````
অভিমানী কন্যা ফিরে এসো
হাত বাড়িয়ে দিই রজনী গন্ধার ঘ্রানে,
বাড়িয়ে দিই লাভ লেইনের সন্ধ্যা
টাঙ্গন নদী, সিরাজউদৌলা রোড়
আর কাঠালডাঙ্গী হাটের দুপুর।

এতো অভিমান করতে হয় না পাগলী
এসো মাশানগাঁও সীমান্ত বোর্ডারে
ঝালমুড়ি আরা বারোভাজা খাই।
জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে কিনে দিই
বকুল ফুলের মালা।

এইসব কিছুই নেবে না তুমি?
তবে চলো লাইব্রেরিতে-এ যাই।
কিনে দিই জুলফিকার আলি বই
কেটে যাবে তোমার অভিমানের ক্ষণ।


বিনাশ বাঁশির সুর

           বিনাশ বাঁশির সুর  

                 এম এ মাসুদ রানা 

""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"""""''''''''''''''''''''''''''''''''""""""""""''"""""""""""""
আমি শীতের প্রারম্ভিক লগ্নে,
শীতে শিরশির কুঁকড়ে উঠে স্বপ্ন দেখছি,
তুমি শীতের রাতে কমল ও পশমি বস্ত্রে
ঘুমের ঘরে গড়াগড়ি খেতে খেতে স্বপ্ন দেখছো।

আমি জেল গারদের ভিতরে শুয়ে শুয়ে
বদনে অন্তঃসলিল নদীর সমূহ যন্ত্রণা নিয়ে
ঘুমের ঘরে স্বপ্নে তোমার শরীরে প্রবাহিত হই
মিষ্টি লোভে শীতের পিপীলিকার মত করি ভীড়।

তুমি নিশ্চিত শয্যায় অলস পরশ নিয়ে
ঘুমের ঘরে স্বপ্নে ফুলের দেশে, পরীর সখি।
কোন অচেনা রাজপুত্তুরের ঘোড়ায় চড়ে
পরম প্রেম মাখা মমতায় হাত বুলিয়ে দিচ্ছ।
সেই  ঘোড়ার চলার ধ্বনি শুনে
জেলের চার দোয়ালের ভিতর গুমড়ে ওঠি
ক্রমশ ঘনিয়ে আসা স্বপ্ন বিনাশ বাঁশির সুর।

Monday, November 4, 2019

তুমিও কাঁদবে একদিন

তুমিও কাঁদবে একদিন

   এম এ মাসুদ রানা 


তুমিও একদিন অঝরে কাঁদবে
আমার মত শূন্য বুকে নিয়ে,
নয়নের ঝরা জল শুকাবে না
আসবে না কেউ মুছে দিতে।

অন্ধকার গলির মাঝে একলা
চারপাশ ভরে থাকবে কাল ছায়া
ডাকবে না তোমায় আলোর পথে
পথের খোঁজে মন হবে দিশেহারা।

আমার মত করে অপবাদে
মিথ্যে অপরাধে অপরাধী হয়ে
বোবা ব্যাথায় কাঁদবে তখন
স্মরনে পড়বে আমায় বারে বার
তখনি খোঁজার চেষ্টা করবে বুহুবার
এই আপরাধে থেকে পাবে না পার।

আমি হারিয়ে গেছি হারানোর পথে
দূর এক অচেনা গগনের মাঝে
কতশত জীবন নদীর কূল ঘেসে।
ফুটবে না নতুন বসন্ত প্রভাত
তোমার মরে যাওয়া হৃদয় পানে।

Sunday, November 3, 2019

মন

            মন

‌‌‌‌    এম এ মাসুদ রানা 

""""""""""""''''''''""'''''"'''''''''''''''''''''''''''''''''''''''''''
চোখে থাকা রঙিন স্বপন
আমি ভাসিয়েছি কবেই,
চোখের ঝরানো জলে,
তাই বেদনা নিয়েছে কোলে।
মন তবুও আশায় থাকে
স্বপ্নগুলো কোন দিন
আসবে ফিরে পাবে বলে
সব যাতনা যাবো ভুলে।
যতই বলি এই মনকে
স্বপ্ন খুজে পাবে না।
এই মনে আছে স্বপ্নের আসন
মানে না আর কোন শাসন।
আশাও আর ছাড়ে না,
স্বপ্নও তো আর ফিরে আসে না।
পথগুলো আর হারিয়ে যায় না
মন ধরে কথায় কথায় বাহানা।

Thursday, October 31, 2019

ক্ষমা চাই

                       ক্ষমা চাই

                       এম এ মাসুদ রানা 

“””””””””””””””””””””””””””””””””””””””"""""""""''''''''''""""''''''""""""""""""
মনের অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাই,
হতে পারে এমন দুর্ঘটনা আচার-আচরণ বা কথাই।
আমি মানুষ আমারও ভুল আছে, কেউ ভুলের উর্ধে নয়,
জ্ঞানীগুণী, মহামানব, পীর-দরবেশ ভুল করে নিশ্চয়ই ।

আমি তো কে এক তুচ্ছ মানুষ আমার জ্ঞানই কতটুকু,
নগন্য জ্ঞানের অধিকারী মানুষ সরিষা পরিমান যতটুকু।
মানুষ গর্বে ফেটে পড়ে, দেখায় কি দাপট, কি অহংকার?
ভুলে থাকে সৃষ্টি, ভুলে থাকে প্রভুকে, ভুলে থাকে শেষ বিচার।

ক্ষমা করে দাও হে স্বজন বন্ধু সখি নিরন্তর কাঁদে এ আঁখি,
করেছি কোন দোষে, মরছি পিষে নিদারুন ব্যথা ওঠে বুকে?
এই ব্যথার কারণে আজ আমি বেঁচে আছি ধুঁকেধুঁকে।
একদিন চলে যাবো, যে যার মতো সকল বন্ধন ছিঁড়ে,
তাকাতে পারবে না কেউ আর পিছু ফিরে-ফিরে,
স্বজন বন্ধু সখি সকলে রবে আপন-আপন নীড়ে।

হবে না দেখা খোলা-মেলা সেই দিন মরনের পরপারে,
কিঞ্চিৎ ব্যাথা যদি দিয়ে থাকি ধরণীর বুকে কোনো ছলে,
বুকে জমা রেখ না তুমি মন থেকে ক্ষমা করে দিও স্বজন বলে।
শুধরে নাও, ক্ষমা দাও, নয়লে মুক্তি পাব না কোন কালে।

Sunday, October 27, 2019

তমি আর ফিরবে না

তুমি আর ফিরবে না

    এম এ মাসুদ রানা 


আমি জানি!
তুমি কখনো ফিরবে না
আমার এই স্বপ্ন সাঁজানো নীড়ে
থাকবে তুমি শত মানুষের ভীড়ে।
ধরবে না আমার দুটি হাত
তবু চাই, সুখি হও, তুমি সুখী হও,
তোমার মনের মতো নীড়ে।

আমি জানি!
প্রতিক্ষার প্রহর শেষে হবার নয়
ফুটবে না ঊষার আলো পূর্ব গগণে
তবু আছি তোমার অপেক্ষায় বিহনে।
আসবে না সূর্য প্রভাত আমার লগ্নে
তোমাকে দেখি যে আমি শয়নে-স্বপনে।

Sunday, October 20, 2019

এসো দ্বীনের পথে

এসো দ্বীনের পথে 

       এম এ মাসুদ রানা 


ধর্ম ছেড়ে গোমূত্র খোঁড় হয়ো না,
পাইবা না ভাই কোন ছাড়,
সুযোগ বুঝে তারাই ধরে মারবে আছার।
মোরা নয় কারো হাতের গড়া পুতুল
ইচ্ছা মতো করবে তোরা অদলবদল
জীবনটা তোকে যে, করেছে দান
দানের ফলে রেখেছো কি তার মান?

জালিমেরে ভয় করছিস তোরা
বলো তোরা এটাই হলো বাঁচা মরা।
মরণ থেকে বাঁচতে পারবে নাতো ভাই
সত্য হলো বলি তাই,
ইলাহি ছাড়া বাঁচার কোন রাস্তা নাই
যদি বলো আছে, সবে পুরে হয়েছে ছাই
ঐ পথে বাঁচার কোন উপায় নাই।

অতীত যতো ঘটেছে, সবে ভুলে চলো
শুদ্ধি লাভের তরে খোদা সাথে বলো।
তারেই ফলে খোদা, তার বাড়াবে হাত,
সেই কারনে তরে পেয়ে যাবি নাজাত।
তাঁর কাছে চাও তুমি পরিত্রান।
বর্ষণ করো করুন সুরে মাগফিরাতে
তহলেই তো খোদা থাকবে তোমার সাথে।

তোরা চুপ থাক

তোরা চুপ থাক

 এম এ মাসুদ রানা 


তোদেরকে বলছি,
আমি তোদেরকেই বলছি!
তোরা কিছুই দেখো নাই,
তোরা কিছুই শুনো নাই,
তোরা কিছুই জানো নাই।

তোরা করছো কেন বাহাদুরি?
তোরা করছো কেন বাড়াবাড়ি?
তোরা করছো কেন মাতামাতি?
তোরা করছো কেন কাড়াকাড়ি?
তোরা করছো কেন নাচানাচি?

তোদের ভাবনাতে কি আসে যায়?
তোদের  মরনের কি ভয় নাই?
তোদের বাঁচবার কি স্বাদ নাই?
তোদের জীবনের কি মায়া নাই?

দেশ চলবে মোদের কথায় তোদের কি আসে য়ায়?
তোরা পড়তে গেছো, পড়তে থাকো এটাই তোদের কাজ।
দেশের ভাবনা, ভাবার মতো তোমাদের দরকার নাই।
দেশের ভাবনা, ভাবতে ভাবতে এসেছো মৃত্যু কাছাকাছি
মৃত্যুকে ভয় না করে, দেশের জন্য ধরেছো জীবনবাজি,
জীবন নিয়ে করছো কেন এতো মাতামাতি?

দেশকে নিয়ে ভাবো যে, তোরা
ভাবনা ভেবে পাবে কি এমন ফল?
দেশের জন্য পরছে কেন তোদের চোখে জল?
অকাল মৃত্যুই হবে, তোদের কর্মের ফল।
শাসক সমাজ আজ মানে নাতো কোন দাবি
তোদের লাশ দেখে ওরা করতেছে হাসাহাসি
তোদের লাশ দেখে বলো, আমরা কেমন করে বাঁচি
এর চেয়ে এই ভালো আমরা সবাই চুপ হয়ে থাকি।