Tuesday, July 10, 2018

সাজু

উৎস্বর্গ Saju Akake

________সাজু_______
____এম এ মাসুদ রানা____

ছেলেটি বেসামাল
ছেলেটি উদ্মাদ
ছেলেটি উৎসূখ
ছেলেটি দূরন্ত
ছেলেটি দূর্বার
ছেলেটি অশান্ত
ছেলেটি মাতাল
হাত বাড়িয়ে দাড়িয়ে থাকে
চৌরাস্তার ল্যামপোস্টে 
যুবতির বুক চেচিয়ে দেখে
নিথর শান্ত হয়ে বলে
ভালোবাসি তোমায়
সে কি পেয়েছ?
নলনাদের ছলনা
নলনাদের ছলনায় 
সে আজ মাতাল ও বেসামাল
সে আর অন্যকেউ নয় 
শিবগঞ্জ মাদারগঞ্জের
সাজু ভাই।

No comments: