Friday, July 13, 2018

ভালোবাসা

 _____ভালোবাসা____
___________________
__এম এ মাসুদ রানা___

ভালবাসা মিছে আশা
বাঁধে পাখির মতো বাসা।
আমি ভালোবাসা তোমায়,
আর তুমি হলে কি?

তুমিও ভালোবাস আমায়,
তাই নয় কি? 
তুমি কি কওকে ভালোবাসো,
ভালোবাসে তার কাছে আসো।

কি কারণে তাকে ভালোবাসো?
ভালোবাসার কি আছে কারণে?
ভালোবাসায় কি ছিলো বাড়ন?
তাই ভালো ভাবে করোনি বরণ।

তুমি কতদিনে ভালোবাসবে?
কতদিনে কাছে আসবে?
না আবার আমায় কাঁদাবে? 
আমায় ছেড়ে কাকে হাসবে?

লোকে বলে পকেট হয় শূন্য, 
থাকবে না কেহ প্রিয় বলার জন্য! 
আসবে না ভালোবাসার লগন
ভালোবাসা ফুরিয়ে যায় তখন?

তুমি কি ভালোবাসা কিনবে?
তোমার ভালোবাসা দিয়ে, 
দিয়েছিলে কি ভালোবাসা নিয়ে?
আমার মতো সে গেছে কি বয়ে?

না না না না না 
যদি ভালোবাসা কিনতে চাও?
তুমি নিজে ধনবান হও
খুশি মতো ভালোবাসা নাও।

তুমি ভালোবাসে যেতে চাও 
ভালোবাসা দিয়ে,
না না না না না 
তুমি এত ভালোবাসা পাও কোথায়?
ভালোবাসায়,
তোমার সাথে কথা বলাটাই
অবান্তর, সময় নষ্ট।

ভালোবাসাটাই তো অবান্তর,
ভালোবাসাটাই তো সময় নষ্ট!
তবুও কেনো ভালোবাসো?
কারণ ভালোবেসেছো যে তুমি!

No comments: