Thursday, July 19, 2018

মায়া

 মায়া 
 এম এ মাসুদ রানা 

চুর্তুদিকে শত্রুরা বিচরণ করে,
কিংবা দিন  কিংবা রাত,
নিরবে এগিয়ে চলি!
চলতে ফিরতে কখনো জলে
কখনো আবার স্থলে।
সময়ভিত্তিক দাঁড়িয়ে থাকে,
সেও লাথি দেখায় সামনে
ক্লান্ত হয়ে শুয়ে পরলে
অবসাদ সারা শরীর তলে।

No comments: