_______চাঁদের ঘর________
---এম এ মাসুদ রানা---
______________________
আকাশটাতে ঘর কি আছে
আছে ঘরের দোর?
এমনটা না হলে দরজা খুলে
কেমনে আনবে ভোর?
দিনের বেলা কোন ঠিকানায়
থাকে তারাগুলি
জোছনা ছড়ায় চাঁদটা রাতে
কোন আবরণ খুলি?
প্রভাতে পুব আকাশে সূয্যিমামা
হঠাৎ দেয় উঁকি
চাঁদ দেশটা কোথায় ভাবছে বসে
মারছি উঁকি ঝুঁকি।
No comments:
Post a Comment