Tuesday, August 7, 2018

তীর্থেরকাক

________   তীর্থেরকাক
__ ___  মোঃ মাসুদ রানা

একপসলা ভালোবাসা দাও,
হাতে তুলে দাও এক ঝাক শিউলি ফুল,
ডানায় ডানায় মৌমাছিরা উড়বে তার সাথে,
এক সন্ধ্যায় দাঁড়িয়ে থাকবো তোমার দক্ষিণ বাতায়নে।

রোজ সন্ধ্যায় তুমি যখন আকাশের তারা গুন আনমনা মনে,
তোমার যৌবন বাতাসে দুলে অভিসারের নতুন শিহরনে।
আমি তখনোও দাঁড়িয়ে তোমার দক্ষিণ বাতায়নে,
নিঃশব্দে ভয়ে কাতুর,
কানাকুয়া আর ক্ষিপ্র হুতুম পেঁচা,
টোকা দেয় মাঝে মাঝে ভয়ের দরজায়।

তবু তোমায় এক পলক দেখবো বলে,
বিক্ষুব্ধ ডেঙ্গুর তীব্র জালাত্বনও,
তরতাজা আধাঁর ঠেলে চেয়ে থাকি,
তুমি আসবে বলে,ভালবাসবে বলে।

No comments: