Tuesday, August 7, 2018

ফুলতলা

ফুলতলা
 মোঃ মসুদ রানা

   এই করিনু পন
মোরা এই করিনু পন
ফুলের মতো গড়ব মোরা
মোদের এই জীবন।
হাসব মোরা সহজ  মুখে
সুবাস রবে লুকিয়ে বুকে
মোদের কাছে এলে সবার
জুড়িয়ে  যাবে প্রাণ।

No comments: