#########শৈশব ########$
@@@@ মাসুদ রানা@@@@@
দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না, রইল না।
সে যে আমার নানা রঙ্গের দিনগুলি,
হারানো স্মৃতির নিকুঞ্জপথে।
কুঁড়াই ঝরা ফুল, একেলা আমি।
হারায় না কিছুই যত কথা যত গান,
সবই আছে, সবই সবই থাকে
কিছুই যায়না ভোলা।
ভুলে থাকে যে তো নয় ভোলা,
বিস্মৃতি মর্মে বসিয়ে রক্তে মোর দিয়েছে যে দোলা।।
@@@@ মাসুদ রানা@@@@@
দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না, রইল না।
সে যে আমার নানা রঙ্গের দিনগুলি,
হারানো স্মৃতির নিকুঞ্জপথে।
কুঁড়াই ঝরা ফুল, একেলা আমি।
হারায় না কিছুই যত কথা যত গান,
সবই আছে, সবই সবই থাকে
কিছুই যায়না ভোলা।
ভুলে থাকে যে তো নয় ভোলা,
বিস্মৃতি মর্মে বসিয়ে রক্তে মোর দিয়েছে যে দোলা।।
No comments:
Post a Comment