Thursday, January 31, 2019

ভিন্ন সাঁজে

_______  ভিন্ন সাঁজে
___ এম এ মাসুদ রানা

আমি আমার মতো করে,
আজ সেঁজেছি অনুপম সাঁজে
আমার কাছে ভীষণ দামী পোশাকে
মনের মাঝে লেগেছে এক বিশেষ অনুভুতি।

কতো জনেই তো কতভাবে সাঁজে
নিত্য নতুন ভিন্ন রঙের পোশাকে ।
যেভাবে মানায় তাঁকে তাঁর মনের মতো করে
সেই সাঁজে থাকেনা তো কারো কোন বাঁধা।

তাই আমিও আজ সবার মাঝে সেঁজেছি
এক ভীষণ রঙে ভিন্ন সাঁজে।
আমিও চাইনি সাঁজতে ইচ্ছে করে
আমার সাঁজানোর পিছনে আছে কিছু না কিছু।

যেমন কেউ সাঁজেনা ইচ্ছে করে
তবুও সাঁজে নিত্য নতুন রূপে।
আমি সেঁজেছি ভীষণ ভাবে
কোন কিছু না কিছু কারণে।

কষ্ঠের মাঝে সাঁজে তো সবাই
তাঁদের মনের মতো করে।
আমারও অনেক কষ্টের মাঝে
সেঁজেছি আপন মনের মতো ক‍রে ।

সবার মাঝে আমি নাই বা হলাম ভীষণ দামী
কিন্তু সেঁজেছি যে এক ভিন্ন সাঁজে,
কোন কো এক কারণে অকারণে।

Tuesday, January 29, 2019

আমার ভাবনা

____   আমার ভাবনা ____
___ এম এ মাসুদ রানা ____

সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে ।
সখী, সাধনা কাহারে বলে।

তোমরা যে বলো দিবা- নিশি
‘ভালোবাসা’ ‘ভালোবাসা’
সখী, এটা আবার কী?
সখী, ভালোবাসা কারে কয় !
সে কি শুধুই যাতনা আর যাতনা?
সে কি শুধুই দু"চোখের জল ?
সে কি শুধুই  দীর্ঘ শ্বাস ?
মানব  তব কেন ছুটে মিছে আশায়,
এমন সাধনা ও বাসনায়।

আমার চোখে তো সবই শোভন,
সকলই নবীন, সকলই প্রবীণ,
সুনীল গগন, শ্যামল শস্য,
পূর্ণিমা জোছনা, কুসুম কলি
সবই আমার মতো ভাবি।
তারা শুধুই হাসে, শুধুই গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন,
না জানে সাধের যাতনা যত ।

ফুল সে হাসিতে হাসিতে ফোঁটে
আবার হাসিতে হাসিতে ঝরে পরে।
জোছনা হাসিয়া হাসিয়া ধরনীতে আসে,
জোছনা আবার হাসিয়া মিলায়া যায়।
সাগর তো হাসিতে হাসিতে চলে,
হঠাৎ কেন গর্জনে ফেঁপে উঠে দুই কূল।

Sunday, January 27, 2019

নীরব মানবতা

_____ নীরব মানবতা
___ এম এ মাসুদ রানা

আমি এই ধরণীতলে কে
হারিয়ে যাই ক্ষণে ক্ষণ
সীমাহীন কতই যাতনার তলে!

কাত্তুর সুরে সংগীত ভেসে আসে ;
মোর হৃদয়হীনা হৃদয়ের পথে
পূর্ব  দিগন্তের সূর্যটা হাসতে হাসতে উঠে!

দিবসের প্রভাতের শুভ ক্ষণে
স্মৃতির দরজায় উঁকি দেয় সুরে বেসুরে
ঠিক তখনি ম্লান হয় আনন্দ মেলা।

স্বার্থের কারনে স্বার্থ বেচাকেনা করি
নিষ্ঠুর মানবতার মানব হয়ে
কতই না মায়াবতী রূপ ধারণ করি।

মনবতার আদালতে দিয়ে থাকি তালা;
পৃথিবীর স্বার্থ সিদ্ধ লাভের আশে --
মিথ্যে  অভিনয় ও আছে যত ছলাকলা।

যে সুধা পান অযোগ্য অযোগ্য জানেও
আবার সন্ধনী হয় সতত এ সংসারে --
 যার আছে কি কোনো কিঞ্চিত মূল্য?

আমার মানবতা কত যে বড়
দেখাতে চাই না ফিরে একবার
মানবতা আমরা বুঝেও না বুঝিও।

মানবের মানষ চেতনার এ বড় গুণ
থাকার কথা সবার মাঝে সর্বক্ষণ
জলন্ত দাবানল জ্বলায় সম শিখা!

মানবতায় হীনতা পোড়ায় না তবু ;
দগ্ধ করে না চেতনার অঙ্গীকার
তাইতো মানবতা আজ এতই  নীরব।

Friday, January 25, 2019

ফেলানি

°°°°°°°°°°°°° ফেলানি °°°°°°°°°°°
°°°°°°°°° এম এ মাসুদ রানা °°°°°°°°

তোমায় নিয়ে নতুন  লেখা লেখেনা আর কেউ,
তোমায় নিয়ে নতুন করে ভাবে না তো কেউ,
তোমার জন্য মমতা মহো দেখায় না তো কেউ,
তোমায় নিয়ে আবেগ ভরে ভাবনা ভাবে না তো কেউ।

সারা বঙ্গ বলেছিল, ঝুলোনি তুমি ঝুলেছে এই বঙ্গ,
তোমার রক্তে রাঙ্গায়নি তোমার শরীর, রাঙ্গিয়েছে এই বঙ্গ,
লিখেছিল অনেকে তোমার জন্য বিশেষ কিছু ছন্দ,
করেনি কেউ তোমায় গালাগালি আর মন্দ।

তোমার জন্য কেঁদেছিল সবে হাসেনি কোন প্রাণ
তোমার জন্য  করেছিল প্রতিবাদ, করেনি কেউ অপমান
তোমার জন্য কেঁদেছিল পূর্ববঙ্গ, চেয়েছিও সুবিচার
তোমার জন্য করেনি আপোষ পাইনি সুবিচার।

শুধু কাঁদেনি তোমার পিতা, কেঁদেছে গোটা বঙ্গ
কান্না দেখে সাথে ছিলো সবাই, ছিল না শুধু পশ্চিম বঙ্গ
বিচার চেয়ে চেয়ে পেয়েছি কি আর কত্তো গালমন্দ
কেঁদেছিল গোটা বিশ্ব শুধু কাঁদেনি পশ্চিম বঙ্গ।

Wednesday, January 23, 2019

প্রবাসীর কথা

____ প্রবাসীর কথা
__ এম এ মাসুদ রানা

তোমরা তো দেশে থাকো
তোমরাই হলে আসল সুখী।
আমরা প্রবাসে যারা
আমরা প্রবাসে থাকি
আমাদের নাই দিবানিশি!

তোমরা তো চাকুরী করো
হয়তোবা কেউ না কেউ !
বাড়ি ফিরে মাকে  বল
মা ভাত দিছো কই।

আমাদের নাই  বাড়ি
সবাই মিলেই একটি ঘর!
এইটা কার ঐটা কার
চেচাঁমেচি দিবানিশি  ভর!

তোমারা যাও লাইব্রেরিতে
করো অভিধান পাঠ!
আমাদের তো কিছু নেই
আছে শুধুই মায়ের দেওয়া
ছেঁড়া খেতা বালিশের থাক।

শেষ ইচ্ছা

_________ শেষ ইচ্ছা ___________
______ এম এ মাসুদ রানা ________

আমি হাসবো যতো আসুক বিরহব্যাথা
আমি কাঁদবো না কখনো,
আসুক যত জীবনে আধার।
বেদনা চেপে  রাখবো বুকের গভীরে
তোমার কোলে মাথা রেখে ভুলে যাবো বলে,
কয়েক ঘন্টা ঘুমাবো ক্লান্তি হবে অবসাদ।

এই প্রেম যে আমার অনন্তের অসীম
আমরণ চিত্তে রবে প্রজ্বলিত শিখা,
তোমার ভালোবাসা অর্জনের আশায়
কতো যে, হা-হা-কার মনে দোলা দেয় বারে বারে।

আর কতো জ্বলন্ত শিখাকে জ্বালাবে ,
আর ফিরিয়ে দিওনা তৃষ্ণাতূর হৃদয়কে।
তোমার কোলে দুঃখ ভুলি বলে
এই নিয়ে করেছো কত্তনা খেলা,
আর খেলা নই শেষ ঘুমাতে দাও
ঘুমাতে দাও শুধু একবার।

Monday, January 21, 2019

মনের কথা

 মনের কথা

এম এ মাসুদ রানা 


মন জ্বলে মনের প্রহরে
তুমি হীনা বল রইব কেমনে,
সেতো তুমি ভালো জানো
মন পুড়ে স্মৃতির সরণে।

তুমি বিনে আর নেই কেউ 
এই মন সাজার,
আমি তুমি হীনা কতোটা একা
দিবসেও আধার,
বহু পথে হেঁটে আসা ক্লান্ত মন 
নেই কেউ বাঁধার।

যতটা ভাবনা ভাবি তোমার 
ফিরে আসা নিয়ে,
সবে কিছু মিছে আশা হবে
মিছে ভরষা দিয়ে।

Monday, January 7, 2019

সিমনের যাত্রায়

________সিমনের যাত্রায়__________
__জুলফিকার আলী (জিল্লুর)__
বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

অনাদর, অনাদর এ কোন অনাদর ?
তোমার সর্বঙ্গের কচি মাখা প্রেম গুলি
     ছলকে দেখার দুলকে-দুলকে
                মুচকি হাঁসি।
ছোট-ছোট দুষ্ট আর মিষ্টি কথার
                ইন্দ্রোজালে
এ কোন অনাদর রেখে গেলে তুমি?

ভূলতে পারি না,  কিছুতেই ভুলতে পারি না
দীঘল পায়ের চপল চলা আর ছলকে দেখা।
       তুমি তো তোমার মত করে
সাজালে তোমার স্বর্গ রথের ভেলা-
                     কিন্তু
তোমার স্মৃতির যাদু আতকে তুলে
বাঁধ ভাঙ্গা ঝড়ে বেলা অবেলা।

তোমার বাল্যবেলার ধুলো মাখা অঙ্গখানি
        না জানি তৃষ্ণাতুর করে তুলে
                     অবশেষে
                ঢেউ ভাঙ্গা ঢেউ এ
       বুকের ভাঙ্গা পথ ভেঙ্গে ফেলে
কাফন পরা দাফনের একোন অনাদরে।

Tuesday, January 1, 2019

হে নতুন বর্ষ

______ হে নতুন বর্ষ _______
____ এম এ মাসুদ রানা _____

পা‌ল্টে যাবে বর্ষপুঞ্জির পাতা
কম‌বে সবার জীবনআয়ু!
কাঁদ‌ছে হৃদয় শোক বেদনায়
কাঁপ‌ছে আরও জীবনের স্নায়ু!

‌কি‌সের আবার নিউ ইয়ার
কি‌সের আবার হাসি খু‌শি!
আমলনামায় দেখ‌ছি কি?
আমরা সবাই কলুসিত ভু‌সি!

নতুন সূর্য আনুক ব‌য়ে
স্বর্ণমাখা দিবস নিয়ে!
এই করি প্রার্থনা মোরা
‌শোধ হ‌য়ে যাক জমাকৃত
আছে পাপের যত ঋণ!!