________সিমনের যাত্রায়__________
__জুলফিকার আলী (জিল্লুর)__
বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
অনাদর, অনাদর এ কোন অনাদর ?
তোমার সর্বঙ্গের কচি মাখা প্রেম গুলি
ছলকে দেখার দুলকে-দুলকে
মুচকি হাঁসি।
ছোট-ছোট দুষ্ট আর মিষ্টি কথার
ইন্দ্রোজালে
এ কোন অনাদর রেখে গেলে তুমি?
ভূলতে পারি না, কিছুতেই ভুলতে পারি না
দীঘল পায়ের চপল চলা আর ছলকে দেখা।
তুমি তো তোমার মত করে
সাজালে তোমার স্বর্গ রথের ভেলা-
কিন্তু
তোমার স্মৃতির যাদু আতকে তুলে
বাঁধ ভাঙ্গা ঝড়ে বেলা অবেলা।
তোমার বাল্যবেলার ধুলো মাখা অঙ্গখানি
না জানি তৃষ্ণাতুর করে তুলে
অবশেষে
ঢেউ ভাঙ্গা ঢেউ এ
বুকের ভাঙ্গা পথ ভেঙ্গে ফেলে
কাফন পরা দাফনের একোন অনাদরে।
__জুলফিকার আলী (জিল্লুর)__
বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
অনাদর, অনাদর এ কোন অনাদর ?
তোমার সর্বঙ্গের কচি মাখা প্রেম গুলি
ছলকে দেখার দুলকে-দুলকে
মুচকি হাঁসি।
ছোট-ছোট দুষ্ট আর মিষ্টি কথার
ইন্দ্রোজালে
এ কোন অনাদর রেখে গেলে তুমি?
ভূলতে পারি না, কিছুতেই ভুলতে পারি না
দীঘল পায়ের চপল চলা আর ছলকে দেখা।
তুমি তো তোমার মত করে
সাজালে তোমার স্বর্গ রথের ভেলা-
কিন্তু
তোমার স্মৃতির যাদু আতকে তুলে
বাঁধ ভাঙ্গা ঝড়ে বেলা অবেলা।
তোমার বাল্যবেলার ধুলো মাখা অঙ্গখানি
না জানি তৃষ্ণাতুর করে তুলে
অবশেষে
ঢেউ ভাঙ্গা ঢেউ এ
বুকের ভাঙ্গা পথ ভেঙ্গে ফেলে
কাফন পরা দাফনের একোন অনাদরে।
No comments:
Post a Comment