______ হে নতুন বর্ষ _______
____ এম এ মাসুদ রানা _____
পাল্টে যাবে বর্ষপুঞ্জির পাতা
কমবে সবার জীবনআয়ু!
কাঁদছে হৃদয় শোক বেদনায়
কাঁপছে আরও জীবনের স্নায়ু!
কিসের আবার নিউ ইয়ার
কিসের আবার হাসি খুশি!
আমলনামায় দেখছি কি?
আমরা সবাই কলুসিত ভুসি!
নতুন সূর্য আনুক বয়ে
স্বর্ণমাখা দিবস নিয়ে!
এই করি প্রার্থনা মোরা
শোধ হয়ে যাক জমাকৃত
আছে পাপের যত ঋণ!!
____ এম এ মাসুদ রানা _____
পাল্টে যাবে বর্ষপুঞ্জির পাতা
কমবে সবার জীবনআয়ু!
কাঁদছে হৃদয় শোক বেদনায়
কাঁপছে আরও জীবনের স্নায়ু!
কিসের আবার নিউ ইয়ার
কিসের আবার হাসি খুশি!
আমলনামায় দেখছি কি?
আমরা সবাই কলুসিত ভুসি!
নতুন সূর্য আনুক বয়ে
স্বর্ণমাখা দিবস নিয়ে!
এই করি প্রার্থনা মোরা
শোধ হয়ে যাক জমাকৃত
আছে পাপের যত ঋণ!!
No comments:
Post a Comment