Monday, January 21, 2019

মনের কথা

 মনের কথা

এম এ মাসুদ রানা 


মন জ্বলে মনের প্রহরে
তুমি হীনা বল রইব কেমনে,
সেতো তুমি ভালো জানো
মন পুড়ে স্মৃতির সরণে।

তুমি বিনে আর নেই কেউ 
এই মন সাজার,
আমি তুমি হীনা কতোটা একা
দিবসেও আধার,
বহু পথে হেঁটে আসা ক্লান্ত মন 
নেই কেউ বাঁধার।

যতটা ভাবনা ভাবি তোমার 
ফিরে আসা নিয়ে,
সবে কিছু মিছে আশা হবে
মিছে ভরষা দিয়ে।

No comments: