একটি গোলাপ ফুল
এম এ মাসুদ রানা
__________________
__________________
সাহারাতে ফুটে ছিল,
একটি গোলাপ ফুল ।
সেই ফুলেরই সুবাস নিলেন
সারা জাহানে ছড়িয়ে দিলেন
আমার মোহাম্মদ রাসুল ।
যে পেয়েছে সে ফুলের ঘ্রান
সে হয়েছে খাঁটি মুসিলমান
খোদার প্রাণেরই বুল বুল ।
সেই ফুলেরই ঘ্রাণ যে ঘুরে
আমার প্রাণে এসেছে উড়ে
সদা আমি যে হই আকুল ।
সেই ফুলেরই সৌরভ নিয়ে
মোর দেহ মনে ছড়িয়ে দিয়ে
আমি হব বেহেস্তেরই গুল ।
এম এ মাসুদ রানা
__________________
__________________
সাহারাতে ফুটে ছিল,
একটি গোলাপ ফুল ।
সেই ফুলেরই সুবাস নিলেন
সারা জাহানে ছড়িয়ে দিলেন
আমার মোহাম্মদ রাসুল ।
যে পেয়েছে সে ফুলের ঘ্রান
সে হয়েছে খাঁটি মুসিলমান
খোদার প্রাণেরই বুল বুল ।
সেই ফুলেরই ঘ্রাণ যে ঘুরে
আমার প্রাণে এসেছে উড়ে
সদা আমি যে হই আকুল ।
সেই ফুলেরই সৌরভ নিয়ে
মোর দেহ মনে ছড়িয়ে দিয়ে
আমি হব বেহেস্তেরই গুল ।
No comments:
Post a Comment