০০০০০ মায়ের ভাষা ০০০০০
মোঃ জুলফিকার আলী জিল্লুর
মায়ের ভাষা তোমায় পেতে
রক্তে গোসল করি
তোমার জন্য রাজপথে ঐ
জীবন বাজী ধরি।
বর্ণ মালা তুমি তো গো
আমার মায়ের ভাষা
তোমায় নিয়ে জড়িয়ে আছে
স্বপ্ন ভরা আশা।
ভিনদেশীরাই মেতে ছিল
স্বপ্ন চুরির নেশায়
সালাম রফিক জীবন দিল
প্রিয় বাংলা ভাষায়।
মুখের ভাষা নেবে কেরে
এমন বাজি ধরে
পশ্চিমাদের ঘৃণার নেশায়
জীবন দিল ছেড়ে।
হারাতে এসে হেরে গেল সেই
শোষক চোষক দল
মায়ের ভাষা পেতে কি কেউ
হতে চাই দুর্বল।
শুকনো রুধির ঘ্রাণ নিতে ঐ
ছুটছি শহীদ মিনার
জব্বার বরকত আজো হাসে সেই
মুক্ত সুখে বাংলার।
বিশ্ব মাঝে সকাল সাঁঝে
হচ্ছে প্রভাত ফেরী
সালাম রফিক মরেনি আজো
তাদের গান ধরি।
মোঃ জুলফিকার আলী জিল্লুর
মায়ের ভাষা তোমায় পেতে
রক্তে গোসল করি
তোমার জন্য রাজপথে ঐ
জীবন বাজী ধরি।
বর্ণ মালা তুমি তো গো
আমার মায়ের ভাষা
তোমায় নিয়ে জড়িয়ে আছে
স্বপ্ন ভরা আশা।
ভিনদেশীরাই মেতে ছিল
স্বপ্ন চুরির নেশায়
সালাম রফিক জীবন দিল
প্রিয় বাংলা ভাষায়।
মুখের ভাষা নেবে কেরে
এমন বাজি ধরে
পশ্চিমাদের ঘৃণার নেশায়
জীবন দিল ছেড়ে।
হারাতে এসে হেরে গেল সেই
শোষক চোষক দল
মায়ের ভাষা পেতে কি কেউ
হতে চাই দুর্বল।
শুকনো রুধির ঘ্রাণ নিতে ঐ
ছুটছি শহীদ মিনার
জব্বার বরকত আজো হাসে সেই
মুক্ত সুখে বাংলার।
বিশ্ব মাঝে সকাল সাঁঝে
হচ্ছে প্রভাত ফেরী
সালাম রফিক মরেনি আজো
তাদের গান ধরি।
No comments:
Post a Comment