Saturday, February 9, 2019

স্বপ্ননীল

~~~~ স্বপ্ননীল ~~~~
~~ এম এ মাসুদ রানা ~~

স্বপ্ননীল  সুখ নিয়ে
 মন হারিয়ে যায়,
কোন এক অজানা আকাশে
 মনের রং ছড়িয়ে যায়
কোন এক সুদূরে।

 তাহলে সুখের হাসিতে
হেসে  নিও ওগো তুমি।
সকালে ঝড়া শিশিরে
আসতে মন চাই
আসিও কোন সময়ে,
রাখিবো তোমায় যত্নে!

No comments: