নিঃসঙ্গতা
এম এ মাসুদ রানা
গৌধুলি বিকাল বেলায়
সূর্য যখন অস্ত নামে!
গৌধুলীর রঙ মেখেছি গায়
ছুটছে নীড়ে পাখির দল।
দখিনা হাওয়ায় ভরেছে দেশে
মৃদুল হাওয়া নাড়ছে চুল।
চোখে মোর স্বপ্ন ভরা
ভাসছে যেন জলে ফোঁটা পাদ্ম।
সোনালী রং ধরেছে মনে
পশ্চিমাকাশ হচ্ছে ম্লান।
স্বপ্নের প্রজাপতি মেলেছে ডানা
এক পশলা ভালোবাসা দিয়ে অন্তরে।
No comments:
Post a Comment