Wednesday, April 3, 2019

বাংলাদেশ

_________বাংলাদেশ _______
_____এম এ মাসুদ রানা____
সাগর জলে পাল তুলে দে,
কেউ বা হবে নিরুদ্দশ,
কলম্বাসের মত কেউ
পৌঁছে যাব নতুন দেশ।
জানবে সারা বিশ্বময়
এই বাঙ্গালি নিঃস্ব নয়,
জ্ঞান গরিমা শক্তি সাহস
আজো এদের হয়নি শেষ।

No comments: