Thursday, April 4, 2019

দিদিমনি

দিদিমণি 

এম এ মাসুদ রানা


ওগো ও দিদি ওগো ও দিদি
একলা চলেছো কোথায়,
ওগো ও দিদি যাচ্ছো তুমি 
আমাকে নিয়ে যাও সেথায়।

এই নাও দুই"টি অনুপম ছোট
নতুন রূপোর নপুর,
এই জোড়া পরে থাকবে তুমি 
সকাল ও দুপুর 

আমায় যদি তোমার সঙ্গে করে
সাথে নিয়ে যাও
অমি যাচি তোমারই নপুর জোড়া
চরণে পরে নাও।

No comments: