অপু বিস্বাস
অপু বিস্বাস
এম এ মাসুদ রানা
====================
অাহ! রে..............
অপু তোমরা,
অসচেন থাইকো না।
অসচেন থাকলে পরে,
শাকিব শোষণ করবে তরে
জনে জনে নালিশ কররা
বিচার কবু পাইবা না।
আহা! রে...........
অপু তোমরা,
অসচেন থাইকো না।
বর্গা চাষী উপেন আলী
তাঁহার মেয়ে ছিল অপু
ফুলের সুন্দর জীবন
শাকিব তারে ছাড়ল না।
No comments:
Post a Comment